অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেলো নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া February 22, 2021 874
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেলো নিউজিল্যান্ড

পাঁচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে ৫৩ রানে হেরেছে অজিরা। সেই সাথে ১-০ তে সিরিজে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।


ক্রাইস্টচার্চে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে নিউজিল্যান্ড। যেখানে প্রথমে ১৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল।


সেখানে থেকে দলকে বড় লক্ষ্য এনে দেন ১ রানের জন্যে শতক মিস করা কনওয়ে। ১০ চার ও ৩ ছক্কায় ৫৯ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ফিলিপস ৩০ ও নিসাম করেন ২৬ রান।


১৮৫ রানের জবাবে নির্ধারিত ওভারের ১৫ বল বাকি থাকতেই ১৩১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের ব্যাটসম্যানরা সর্বোচ্চ রান করেন মিশেল মার্শ (৪৫)। এছাড়া ২৩ রান করেন এস্টন অ্যাগার ও ১৩ রান করেন জাম্পা।


সংক্ষিপ্ত স্কোর


নিউজিল্যান্ড : ১৮৪/৫(২০)

কনওয়ে ৯৯(৫৯)*, ফিলিপস ৩০(২০)

রিচার্ডসন ২/৩১


অস্ট্রেলিয়া : ১৩১/১০(১৭.৩)

মার্শ ৪৫(৩৩, অ্যাগার ২৩(১৩)

সউদি ৪/২৮, সাউদি ২/১০


ফল: ৫৩ রানে জয়ী নিউজিল্যান্ড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪