আবারও আইপিএলের টাইটেল স্পন্সর হলো ভিভো

ক্রিকেট দুনিয়া February 18, 2021 992
আবারও আইপিএলের টাইটেল স্পন্সর হলো ভিভো

এক বছরের ব্যবধানে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর হিসেবে নাম লেখালো ভিভো। গেল মৌসুমে ভারত-চীনের সীমান্ত সংঘাতের কারণে সরে গেলেও এবারের আসর দিয়ে আবারও ফিরেছে চীনের মোবাইল প্রস্তুতকারি প্রতিষ্ঠানটি।


বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)। যেখানে তাঁরা জানিয়েছেন, ভারতের অনলাইন গেমিং প্লাটফর্ম ড্রিম ইলেভেনের পরিবর্তে এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে আসছে ভিভো।


ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে ভিভোর আইপিএলের স্পন্সরশিপ নিয়ে প্রশ্ন উঠেছিল। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে চীনভিত্তিক কোম্পানি ভিভো গেল বছর সরে দাঁড়িয়েছিল।


২০১৮ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ভিভো চুক্তি করেছিল তারা। যার আর্থিক মূল্য ২,১৯৯ কোটি রুপি!


সূত্রঃ ক্রিকফ্রেন্জি