পুরনো শিবিরে ফিরতে পেরে যা বললেন সাকিব

ক্রিকেট দুনিয়া February 18, 2021 1,128
পুরনো শিবিরে ফিরতে পেরে যা বললেন সাকিব

আবারও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামবেন সাকিব আল হাসান। পুরনো শিবিরে ফিরতে পেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগার অলরাউন্ডার। জানিয়েছেন, আগের মতোই দলকে শিরোপা উপহার দেয়ার লক্ষ্যেই মাঠে নামবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের রিঅ্যাকশান পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স।


সাকিব বলেন, খুবই এক্সাইটেড এবার কেকেআরের হয়ে খেলতে পারবো এজন্য। এর আগে ২০১২ ও ২০১৪তে যেভাবে খেলেছি, ২টি চ্যাম্পিয়নশিপ আমরা জিতেছি। এবারও তেমনই করার চেষ্টা করবো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।


এরপর দুই মৌসুম খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তবে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন টাইগার অলরাউন্ডার। চলমান নিলামে তাকে কিনে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। তবে ৩.২ কোটি রুপিতে তাকে কিনেছে কেকেআর।


সূত্রঃ সময় টিভি অনলাইন