শুরুর দিকে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামের জন্য নাম দিলেও নিবন্ধন করেননি মুশফিকুর রহিম। তবে নিলামের শুরুর আগে মুহূর্তে নিজের নাম নিবন্ধন করেছেন মুশফিক।
মুশফিকের ম্যানেজার বর্ষন কবির ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেশ কয়েকবার নিলামের জন্য নাম দিলেও এখন পর্যন্ত দল পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক ছাড়াও নিলামে রয়েছেন বাংলাদেশের আরও ৪ ক্রিকেটার। তাঁরা হলেন সাকিব, মাহুমদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজ।
মুশফিক দেরিতে নিলামে নাম দেয়া প্রসঙ্গে তাঁর ম্যানেজার বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষ মুশফিকুর রহিমের কাছে প্রথমাবস্থায় নাম না দিতে চাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য শেষে দিকে অনুরোধ করেছিল। কারন সাকিব সহ আরো চারজন নাম ততক্ষনে পাঠিয়ে দিয়েছেন । মুশফিক সে হিসেবে শেষ দিকে ই মেইলে তাঁর নাম পাঠিয়েছেন। এ কারনে মুশফিককে লেট এন্ট্রি দেখাচ্ছে।’
সূত্রঃ ক্রিকফ্রেন্জি