বাংলাদেশ আমাদের হালকাভাবে নিয়েছে : ব্র্যাথওয়েট

ক্রিকেট দুনিয়া February 15, 2021 1,089
বাংলাদেশ আমাদের হালকাভাবে নিয়েছে : ব্র্যাথওয়েট

নিজেদের মাটিতে খেলা হলে স্পিনবান্ধব উইকেট তৈরি করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেও এর ব্যতিক্রম হয়নি। অথচ ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেদের পাতা স্পিন ফাঁদেই খোয়ালো ১০ উইকেট। সেই সাথে ১৭ রানের হারে সাদা পোশাকের ক্রিকেটে ধবল ধোলাইয়ের স্বাদ পেলো মমিনুল হকের দল।


অথচ সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের এই দল নিয়ে কতই না আলোচনা-সমালোচনা করেছে বাংলাদেশ। ওয়ানডেতে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার সেটা হয় আরও প্রবল!! আর এমন দলকে হালকা ভাবে নেওয়ার ফল হাতেনাতেই পেয়েছে স্বাগতিকরা। আর এমন দল নিয়ে হোয়াইটওয়াশ করতে পেরে খুশি ক্যারিবীয় দলের অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট।


ম্যাচ শেষে গণমাধ্যমে তিনি বলেন, “আমি এটাকে দলীয় অর্জনই বলবো। ওয়ানডে দল হয়তো ভালো করতে পারেনি কিন্তু আমরা টেস্ট খেলতে এখানে এসেছি, পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি, উপভোগ করেছি এবং আমরা সিরিজ জিতেছি। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া আমরা এসেছি। করোনার কারণে বিভিন্ন প্রোটোকল এবং আরও অনেক কিছু মেনে চলতে হয়েছে।”


তিনি আরও যোগ করেন, “উপর ওয়ালার কাছে কৃতজ্ঞ আমি, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হয়ে এখানে এসেছি। ছেলেরা তারা তাদের পরিকল্পনায় অটল থাকতে পেরেছে, সত্যিই তাদের নিয়ে গর্বিত আমি। ক্রিকেটই আমাদের কাছে সব কিছু। ঘরে ফিরছি, মানুষ আমাদের নিয়ে গর্ব করবে। তারা আমাদের হালকাভাবে নিয়েছিল। আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকতে পেরেছি এবং গর্বিত যে তাদের ভুল প্রমাণ করতে পেরেছি আমরা।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪