রোমাঞ্চকর লড়াইয়ে প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

ক্রিকেট দুনিয়া February 15, 2021 739
রোমাঞ্চকর লড়াইয়ে প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতার পর শেষ ম্যাচটি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের জন্য রুপ নেয় অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী এই ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে দুদলই। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।


লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচে আগে ব্যাট করতে নেমে অভিষিক্ত জাহিদ মাহমুদের ঘূর্ণিতে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ৬৫ রানের মধ্যেই পড়ে যায় ৭ উইকেট।


সেখান থেকে এক অতিমানবীয় ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ১৬৪ রানের বড় পুঁজি এনে দেন মিলার। শেষ পর্যন্ত ব্যাটিং করে ৪৫ বলে ৫ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন তিনি।


জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। দুই ওপেনার রিজওয়ান ও হায়দার আলী পাওয়ারপ্লেতে ৫১ রান করেন। তবে এরপরই ছন্দপতন হয়। হায়দার আলীর বিদায়ের কিছুক্ষণ বাদে ফেরেন রিজওয়ানও। তবে ফেরার আগে ৪২ রানে দারুণ ইনিংস উপহার দেন।


মিডল অর্ডারে হাল ধরেন অধিনায়ক বাবর আজম। পুরো সিরিজে রান না পেলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ৩০ বলে ৪৪ রানে দারুণ ইনিংস খেলেন তিনি। শেষদিকে পাকিস্তানের জয়ের কঠিন সমীকরণকে সহজ করে দেন মোহাম্মদ নেওয়াজ ও হাসান আলী। নেওয়াজ ১১ বলে ১৮ ও হাসান আলী ৭ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে ৮ বল আগেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।


সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১৬৪/৮(২০)

মিলার ৮৫(৪৫)*, মালান ২৭(১৭)

জাহিদ ৩/৪০


পাকিস্তান ১৬৫/৬(১৮.৪)

বাবর ৪৪(৩০), রিজওয়ান ৪২(৩০)

শামসি ৪/২৫


ফলাফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ নেওয়াজ।

সিরিজ সেরা: মোহাম্মদ রিজওয়ান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪