আমি দলে চাইলাম মাহমুদউল্লাহকে তারা নিল সৌম্যকে: পাপন

ক্রিকেট দুনিয়া February 14, 2021 2,168
আমি দলে চাইলাম মাহমুদউল্লাহকে তারা নিল সৌম্যকে: পাপন

চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও উইন্ডিজদের কাছে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর মুমিনুলদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন বিসিবি বস।


এমন হারের পর টিম ক্রিকেটারদের চাইতে টিম ম্যানেজমেন্টকেই বেশি কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন পাপন। সাকিবের ইনিজুরিতে তার জায়গায় সৌম্যকে নেওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি।


তিনি বলেন ‘সাকিব না থাকায় তার জায়গায় আমি রিয়াদকে চেয়েছি আর ওরা নিয়েছে সৌম্যকে। রিয়াদের না কি বেক পেইন। এরপর আমি মোসাদ্দেককে নিতে বললাম, তারা বলল সে না কি দেশেই নেই। এরপর তারা যা সিদ্ধান্ত নিয়েছে তাই।’


বাংলাদেশের এই পারফরমেন্সে সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো হবে জানিয়ে বিসিবি বস বলেন,‘ সবাইকেই জবাবদিহি করতে হবে কেনো নতুন একটি দলের বিপক্ষে আমাদের হারতে হলো।’


একাদশে এক পেসার নেওয়ার সমালোচনাও করেন পাপন। ‘স্পিন উইকেট, স্পিন উইকেট আর স্পিন উইকেট। আমাদের এতগুলো ভালো ভালো পেস বোলার থাকতে স্পিনিং উইকেট কেনো লাগবে।’ এভাবেই গণমাধ্যমকে তার অনুভূতি জানান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।


ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াটওয়াশ করলেও টেস্টে সিরিজে ঘটেছে উল্টো ঘটনা। প্রথম টেস্ট তিন উইকেটে আর দ্বিতীয় টেস্ট টাইগাররা হেরেছে মাত্র ১৭ রানে। দলের সিনিয়ররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি এই সিরিজে। - স্পোর্টসজোন২৪