ছুটি মঞ্জুর হলো সাকিবের, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে

ক্রিকেট দুনিয়া February 12, 2021 884
ছুটি মঞ্জুর হলো সাকিবের, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তবে তাকে আরো লম্বা সময়ের জন্য পাচ্ছে না জাতীয় দল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে টাইগার অলরাউন্ডারের চাওয়া ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


কিছুদিন আগেই বিসিবির কাছে ছুটির আবেদন করেছিলেন সাকিব। এ আবেদনের ভিত্তিতে ছুটি মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আকরাম। এ ব্যাপারে তিনি বলেন, সাকিব তো ছুটির জন্য আমাদের চিঠি দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজের পরে ওকে পাব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ছুটিটা দিয়ে দিয়েছি।


আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাকিবের তৃতীয় সন্তানের পৃথিবীতে আসার কথা। ঠিক সে সময়েই নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজও খেলবে টাইগাররা। ফলে বাধ্য হয়েই সাকিবকে ছাড়া তামিমের দলকে দ্বীপদেশটিতে সফর করতে হবে। - ডেইলি বাংলাদেশ