অস্ট্রেলিয়ার আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড!

ক্রিকেট দুনিয়া February 10, 2021 985
অস্ট্রেলিয়ার আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড!

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আসতে পারে অক্টোবরের শুরুর দিকে, নিউজিল্যান্ড আসবে এর আগেই।


আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ডও। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হতে পারে বলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে।


বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, ‘অস্ট্রেলিয়া আসছে, আপাতত এটাই নিশ্চিত। ইংল্যান্ডের সফর তো এফটিপিতেই আছে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। ’


ত্রিদেশীয় সিরিজ না হলে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও খেলতে পারে ৩টি টি-টোয়েন্টি। কোনো সিরিজেরই সূচি এখনো চূড়ান্ত হয়নি।


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। কভিডের প্রকোপে স্থগিত হয়ে যায় দুটি সিরিজই।


২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে ভারতের মাটিতে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছেন তারা। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেই এসেছে প্রস্তাব।


সূত্রঃ স্পোর্টসজোন২৪