সাকিবের পর ছিটকে গেলেন আরেক টাইগার ওপেনার

ক্রিকেট দুনিয়া February 10, 2021 1,013
সাকিবের পর ছিটকে গেলেন আরেক টাইগার ওপেনার

চট্টগ্রাম টেস্ট শেষ হতে না হতেই বড় দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এমন দুঃসংবাদ নিয়ে আগামীকাল মাঠে নামার আগে আরেক দুঃসংবাদ আসল টাইগার শিবিরে। এবার ছিটকে গেলেন টাইগার ওপেনার সাদমান ইসলাম।


সাদমান ইসলাম শতভাগ ফিট না হওয়ায় তাকে দ্বিতীয় টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) নির্বাচকরা। চট্টগ্রামে ১ম টেস্টের ৪র্থ দিনে ফিল্ডিং করতে যেয়ে যে চোট বাধিয়েছিলেন সাদমান তার জেরেই ছিটকে যেতে হয়েছে তাকে।


চট্টগ্রাম টেস্টের ১ম ইনিংসে ফিফটি করেছিলেন সাদমান ইসলাম। ধৈর্যের পরিচয় দিয়ে খেলেছিলেন ১৫৪ বলে ৫৯ রানের এক ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে অবশ্য ৪২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।


এর আগে বাম ঊরুতে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাকিব। তার বিকল্প হিসেবে শেষ মুহূর্তে দলে নেয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪