অবশেষে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া February 10, 2021 2,525
অবশেষে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

চলতি বছরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অজিরা। একই সময়ে ইংল্যান্ডেরও আসার কথা রয়েছে বাংলাদেশ।


আর তাই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো মনে করছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।


এদিকে গত বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফর করার কথা ছিল অজিদের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সফরটি স্থগিত করা হয়। চলতি বছরের এপ্রিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় সেই সিরিজ আপাতত হচ্ছে না।


প্রসঙ্গত যে, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটিও স্থগিত করে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪