চেন্নাই টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানের শোচনীয় পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়ের ৪ নম্বরে চলে গেল ভারত। অন্যদিকে তালিকার শীর্ষে চলে এসে ফাইনাল খেলার আশা জিইয়ে রাখলো ইংল্যান্ড।
নিউজিল্যান্ড ইতোমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে। তারা তাদের টেস্টগুলোর ৭০ শতাংশ জিতে ফাইনাল নিশ্চিত করে। চিপকে জয়লাভের পর ইংল্যান্ড শীর্ষে অবস্থান করছে।
পয়েন্ট টেবিলে তারা ৭০.২ শতাংশ পয়েন্ট পেয়েছে। ভারতের বিপক্ষে সিরিজে ৪-০/ ৩-০/ ৩-১ ব্যবধানে জিতলে তারা ফাইনালে উঠবে। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর ভারত শীর্ষে আরোহণ করেছিল।
বর্তমানে ৬৮.৩ শতাংশ পয়েন্ট নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে ভারত। বাকি টেস্টগুলো জিতলে কিংবা সিরিজে যদি ২-১ বা ৩-১ ব্যবধানে জিতে, তাহলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।
যদি ভারত-ইংল্যান্ড সিরিজ ড্র হয় কিংবা ইংল্যান্ড ১-০, ২-১ কিংবা ২-০ ব্যবধানে জিতে, তাহলে অস্ট্রেলিয়ার ফাইনাল নিশ্চিতের সুযোগ রয়েছে।
দক্ষিণ আফ্রিকাকে নিজের দেশে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর ৪৩.৩ শতাংশ পয়েন্ট নিয়ে ৫ম অবস্থানে আছে পাকিস্তান। ৩০.০ শতাংশ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ২৩.৮ শতাংশ পয়েন্ট নিয়ে ৭ম অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এখনও কোন পয়েন্ট পায়নি বিধায় পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
সূত্রঃ ক্রিকেট৯৭