নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব

ক্রিকেট দুনিয়া February 9, 2021 642
নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে পারছেন না সাকিব আল হাসান। এবার আরও একটি নতুন খবর পাওয়া গেছে, পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


এ ব্যাপারে বিসিবির পরিচালক জালাল ইউনুস এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী মাসে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটির আবেদন করেছে সাকিব। বিসিবি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। পারিবারিক কারণে সে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিতে চাচ্ছে।’


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। গত শুক্রবার বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে। - আমাদের সময়