বাংলাদেশের পরাজয় নিয়ে যা বললেন শেওয়াগ-লক্ষণরা

ক্রিকেট দুনিয়া February 8, 2021 766
বাংলাদেশের পরাজয় নিয়ে যা বললেন শেওয়াগ-লক্ষণরা

পুরো চারদিন কোণঠাসা হয়ে থেকে চট্টগ্রাম টেস্টের ৫ম দিনে রুদ্রমূর্তি ধারণ করলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ের্স-ক্রুমাহ বোনার জুটি ছিটকে দিল বাংলাদেশকে। একের পর এক রেকর্ডের পশরা সাজিয়ে বসলেন মায়ের্স। টপকে গেলেন ৪০০ ছুই ছুই লক্ষ্য।


ক্যারিবিয়ানদের এমন জয়ে বিস্মিত সাবেক ভারতীয় দুই খেলোয়াড় ভিভিএস লাক্সম্যান এবং বীরেন্দ্র শেওয়াগ। এশিয়ার মাটিতে এমন জয় যে আর নেই! ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশকে ক্ষর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ এভাবে মাটিতে নামিয়ে আনবে তা ঘুণাক্ষরেও কেউ কল্পনাও করেনি, বিশেষ করে ৫ম দিন আর এতবড় লক্ষ্য বিবেচনায়।


এশিয়ার মাঠে এমন জয় ক্যারিবীয়দের এই দারুণ জয়ে ক্রিকেটবিশ্বে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। টুইট করেছেন বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষণরাও।


শেওয়াগ টুইটারে লিখেছেন, “ওয়েস্ট ইন্ডিজ, অবিশ্বাস্য! অন্যতম সেরা রান চেজিং। অভিষিক্ত মেয়ার্সের অপরাজিত ২১০*। ৩৯৫ রান চেজ করে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারানো! অসাধারণ ওয়েস্ট ইন্ডিজ! এটা এমন একটা বছর, যে সফরকারী দলগুলোই রাজত্ব করছে।”


ওয়েস্ট ইন্ডিজের এমন অবিশ্বাস্য রান তাড়া করা অবাক করেছে ভিভিএস লাক্সম্যানকেও। অভিষিক্ত মায়ের্সকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, “উইন্ডিজ ক্রিকেটেরই ঐতিহাসিক রান তাড়া! ৩৯৫ রান চেজ করে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারানো একটা বিশাল ব্যাপার। অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরির জন্য কাইল মেয়ার্সকে অভিনন্দন। অসাধারণ অর্জন!”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি