দেশের হয়ে সর্বোচ্চ ‘ডাক’-এর মালিক এখন তামিম

ক্রিকেট দুনিয়া February 7, 2021 534
দেশের হয়ে সর্বোচ্চ ‘ডাক’-এর মালিক এখন তামিম

তামিম ইকবালকে অভিহিত করা হয় দেশসেরা ওপেনার হিসেবে। অবশ্য তকমাটা এমনিতে আসেনি। দেশের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন তিনিই। তবে এবার এক বিব্রতকর রেকর্ডেও সবার ওপরে উঠলেন টাইগার ওপেনার।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ‘ডাক’ তথা শূন্য রানে আউট হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শুক্রবার শূন্য রানে আউট হন তামিম ইকবাল। এর মাধ্যমে সর্বোচ্চ ‘ডাক’ মারার রেকর্ডে মাশরাফী বিন মোর্ত্তজার পাশে বসেছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।


চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে নেমে রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম। এর মাধ্যমে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে মাশরাফীর সঙ্গী হয়েছেন তিনি। দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৩ বার করে শূন্য রানে আউট হয়েছেন।


৩১টি 'ডাক' মেরে এই রেকর্ডে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া মুশফিকুর রহিম ২৬ বার ও হাবিবুল বাশার ২৫ বার শূন্য রানে আউট হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সর্বোচ্চ ডাক মেরেছেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলংকার সাবেক এই স্পিনার ক্যারিয়ারে ৫৯ বার কোনো রান করেই আউট হয়েছেন।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ