নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া February 6, 2021 754
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করলো বিসিবি

বাংলাদেশের প্রস্তুতির সুবিধার কথা বিবেচনা করে সূচি পিছিয়ে দেওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, “মহামারির মধ্যে বাংলাদেশ দলের অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আমরা আলোচনা করেছিলাম। তারা আমাদের আলোচনাকে গুরুত্ব দিয়েছে, আমরা তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পর আমরা কুইন্সটাউনে ৫ দিনের প্রস্ততি ক্যাম্প করবো, যেটা আমাদের জন্য উপকারী হবে।”


নতুন সূচি অনুযায়ী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টী-টুয়েন্টি সিরিজ, ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। সূচিতে পরিবর্তন এলেও ভেন্যুতে কোন পরিবর্তন আসেনি, আগের মতোই ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।


ভেন্যু একই থাকলেও হ্যামিলটনে তৃতীয় টি-টুয়েন্টি হওয়ার কথা থাকলেও সেখানে হবে প্রথম টি-টুয়েন্টি, বাকি দুই ভেন্যু নেপিয়ার, অকল্যান্ড। নতুন সূচি অনুযায়ী টি-টুয়েন্টি ম্যাচ গুলো অনূষ্ঠিত হবে ২৮ , ৩০ মার্চ ও ১ এপ্রিল।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি