ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন শুরু করেন আগের দিনে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং অধিনায়ক মমিনুল হক। তবে ব্যক্তিগত ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক বেশিদূর যেতে পারেননি।
মাত্র ৮ রান না যোগ হতেই রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুশফিক রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ১৮ রান।
তবে এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস কে সাথে নিয়ে ১৩৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মমিনুল হক। সাদাপোশোকে খেলতে নেমে জহুর আহমেদে আলো ছড়ানো ব্যাটিং করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি।
তার মধ্যে চট্টগ্রামেই ৭টি সেঞ্চুরি করেছেন তিনি। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন ১৭৩ বলে। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। হাফ সেঞ্চুরি তুলে নেয়া হয় বেশিদূর এগোতে পারেননি তিনি।
ওয়ারিক্যানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে কাইল মায়ার্সের হাতে ধরা পড়েনি লিটন দাস। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১১২ বলে ৬৯ রান।
তার ইনিংসটি সাজিয়েছেন ৫টি চারের মারে। এদিকে সেঞ্চুরি তুলে নেয়ার পর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মমিনুল হক। শ্যানন গ্যাব্রিয়েলের বলে ১১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির সুবাধে ৪৩০ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। ১০৩ রান করেন মিরাজ। সাকিব করেন ৬৮ এবং সাদমান করেন ৫৯ রান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করে ২৫৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট