ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান। শুধু সাকিব নন বাংলাদেশের আরও ৪ ক্রিকেটার আইপিএলে খেলার জন্য নাম নিবন্ধন করেছেন।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নিবন্ধিত দেশভিত্তিক ক্রিকেটারের সংখ্যা জানায় আইপিএল কর্তৃপক্ষ। ২০২১ আসরের জন্য ভারতসহ বিশ্বের ১ হাজার ৯৭ জন ক্রিকেটার তাদের নাম নিবন্ধন করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে।
কারা কারা আছেন এখনো অফিসিয়ালি নাম প্রকাশ করেনি। তবে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ২ কোটি টাকা ভিত্তিমূল্যে নিজের নাম নিবন্ধন করেছেন সাকিব। সর্বোচ্চ ২ কোটি টাকা ভিত্তিমূল্য রেখেছেন ১১ জন ক্রিকেটার।
এ আসরে খেলার জন্য নিবন্ধন করেছেন ভারতের পেসার শ্রীশান্থ। ইংল্যান্ডের জো রুট, হ্যারি গার্নি, টম ব্যান্টন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন তাদের নাম নিবন্ধন করেননি।
১ হাজার ৯৭ জন ক্রিকেটারের মধ্যে ভারতের ৮১৪ জন। আর ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। তারমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৫৬ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার ৪২, দক্ষিণ আফ্রিকার ৩৮, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০, নিউ জিল্যান্ডের ২৯, ইংল্যান্ডের ২১, নেপালের ৮, স্কটল্যান্ডের ৭, বাংলাদেশের ৫, আয়ারল্যান্ডের ২ ও নেদারল্যান্ডসের ১জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
সূত্রঃ রাইজিংবিডি