আইপিএলের প্লেয়ার ড্রাফটে পাঁচ বাংলাদেশী ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া February 5, 2021 2,217
আইপিএলের প্লেয়ার ড্রাফটে পাঁচ বাংলাদেশী ক্রিকেটার

আগামী ১৮ ফেব্রুয়ারী চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৪ তম আসরের প্লেয়ার ড্রাফট। এই প্লেয়ার ড্রাফটে অংশ নিতে বাংলাদেশকে থেকে নাম লিখিয়েছেন পাঁচ ক্রিকেটার।


ড্রাফটে অংশ নিতে সব মিলিয়ে নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের ১০৯৭ ক্রিকেটার। যেখানে ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার আছেন। এদের মধ্যে নেই অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।


বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে ৫ জন নিজেদের নাম জমা দিয়েছেন সেটা জানা গেলেও কোন পাঁচ ক্রিকেটার নাম জমা দিয়েছেন তা প্রকাশ করেনি তারা। মূলত কোন ক্রিকেটারেরই নাম প্রকাশ করেনি বিসিসিআই।


বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সর্বোচ্চ ৫৬ জন নাম নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৪২, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, ইংল্যান্ডের ২১ জন, সংযুক্ত আরব আমিরাতের ৯ জন, নেপালের ৮ ও স্কটল্যান্ডের ৭ জন ক্রিকেটার থাকবেন এবারের নিলামে।


সেই সঙ্গে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ের ২জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন আইপিএলের নিলামের জন্য। এ ছাড়াও নেদারল্যান্ডসের আছেন ১জন ক্রিকেটার। - স্পোর্টসজোন২৪