বাঁচা-মরার ম্যাচে আজ গেইলদের মুখোমুখি হবে আফিফরা

ক্রিকেট দুনিয়া February 4, 2021 632
বাঁচা-মরার ম্যাচে আজ গেইলদের মুখোমুখি হবে আফিফরা

টি-টেনে সুপার লিগের শেষ ম্যাচে আজ মাঠে নামবে আফিদের বাংলা টাইগার্স। প্রতিপক্ষ ক্রিস গেইলের টিম আবু ধাবি। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই যাবে কোয়ালিফায়ার রাউন্ডের। হারলে এখানেই শেষ হবে টি-টেনে এবারের যাত্রা৷ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে।


টি-টেনের তিন দলে এবার খেলছিলেন ৭ বাংলাদেশী ক্রিকেটার। এদের মধ্যে দুই দলের নেতৃত্ব দিয়েছেন দুই বাংলাদেশী। কিন্তু সেই দুই দলই ইতোমধ্যেই বাদ পড়ে গেছে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের সব ম্যাচে হেরে যাত্রা শেষ হয়েছে নাসিরের পুনে ডেভিলসের।


একইভাবে জয় দিয়ে যাত্রা শুরু করা মোসাদ্দেকের দল মারাঠ অ্যারাবিয়ান্সও আর পরে জয় পায়নি। আজ শেষ ম্যাচ খেললেও এই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই তাদের। আজ তাদের প্রতিপক্ষ ডেকান গ্ল্যাডিয়েটর্স।


টি-টেনে ইতোমধ্যেই পরের রাউন্ডের তিন দল নিশ্চিত হয়েছে। তারা হলো- কালান্দার্স, নর্দান ওয়ারির্স ও দিল্লি বুলস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দিল্লি বুলস ও কালান্দার্স। এই ম্যাচে হারলেও সমস্যা নেই কালন্দার্সের। জিতলে তবেই আশা টিকে থাকবে দিল্লির। সেক্ষেত্রে চেয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে।


শেষ ম্যাচটিতে টিম আবু ধাবি ও বাংলা টাইগার্সের মধ্যে যে দল জিতবে সেই দলই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদিও এক্ষেত্রে রান রেটের একটি সমীকরণ থাকবে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪