মিরাজের সেঞ্চুরিতে উইন্ডিজকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলো টাইগাররা

ক্রিকেট দুনিয়া February 4, 2021 571
মিরাজের সেঞ্চুরিতে উইন্ডিজকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলো টাইগাররা

সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ফিফটির পর ৮ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলো ওয়েস্ট ইন্ডিজকে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৪৩০ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। সেঞ্চুরি করার ২ ওভার ৩ বল খেলে আউট হন মেহেদী হাসান মিরাজ।


তাকে ফিরিয়ে রাকিম কর্নওয়াল বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন। ১৫১তম ওভারের দ্বিতীয় বলে লং অনে বদলি ফিল্ডার কাভেম হজের ক্যাচ হন মিরাজ। ১৬৮ বলে ১৩ চারে ১০৩ রানে আউট হন তিনি। অন্য প্রান্তে ৩ রানে খেলছিলেন মোস্তাফিজুর রহমান।


সংক্ষিপ্ত স্কোরঃ-


বাংলাদেশ প্রথম ইনিংস:- ৪৩০ (১৫০.২)


মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, লিটন ৩৮, মুশফিক ৩৮, মুমিনুল ২৬, শান্ত ২৫, নাইম ২৪।


ওয়ারিকান ৪/১০০।


সূত্রঃ রাইজিংবিডি