এত দিন যেন ঘুমিয়ে ছিলেন। সেই ঘুম ভাঙতেই রীতিমতো তাণ্ডব চালালেন ক্রিস গেইল। মরুর দেশ সংযুক্ত আর আমিরাতের আবুধাবিতে চলমান টি-টেন লিগে দর্শক দেখল, এখনো ফুরিয়ে যাননি ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
বুধবার ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল খেললেন ২২ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস। হাঁকালেন ৬টি চার ও ৯ ছক্কা। টিম আবুধাবির এই ব্যাটারে কোণঠাসা ছিল মারাঠা অ্যারাবিয়ান্সদের বোলাররা। ৯ উইকেটে ম্যাচটা নিজেদের করে টিম আবুধাবি।
মারাঠা অ্যারাবিয়ান্সে খেলছেন বাংলাদেশের দুই তারকা- মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী। মোসাদ্দেকই দলকে নেতৃত্ব দিচ্ছেন। বল হাতে রেহাই পাননি তিনিও। তার ১ ওভারে গেইল নিয়েছেন ২০ রান।
গেইলদের সামনে লক্ষ্য ছিল ৯৮ রানের। টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ৯৭ রান করে মারাঠা। জবাবে গেইল ঝড়ে ৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টিম আবুধাবি।
৪১ বছর বয়সী গেইল ১২ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন। টি-টেন ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশত রান করার নজির স্পর্শ করেন তাতে। ২০১৮ সালে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ১২ বলে ৫০ রান করার কৃতিত্ব অর্জন করেছিলেন।
ম্যাচ শেষে ছন্দ ফিরে পাওয়ার পেছনে দলের মেন্টর কুমার সাঙ্গাকারাকে কৃতিত্ব দিয়েছেন গেইল। - স্পোর্টসজোন২৪