দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি টস জিতে আগে ব্যাট করে সাদমান-মমিনুল-মুশফিকের পর সাকিব ও লিটনের ব্যাটে ৫ উইকেটে ২৪২ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। কিন্তু দলীয় ২৩ রানে ইনিংসের পঞ্চম ওভারে কেমার রোচের বল বোল্ড হয়ে যান তামিম। বিদায় নেওয়ার আগে ১৫ বলে ২ চারে ৯ রান করে এই ওপেনার।
এরপর সাদমান ও শান্ত মিলে দারুণ খেলছিলেন। বড় জুটি গড়ার আভাস দিলেও ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেন শান্ত। বিদায় নেওয়ার আগে ৩ চারে ৫৮ বল খেলে ২৫ রান করেন তিনি।
তারপর অধিনায়ক মমিনুলের সাথে ৫৩ রানের জুটি গড়েন সাদমান। কিন্তু জোমেল ওয়ারিকানের স্পিন ঘূর্ণিতে ৯৭ বলে ২৬ রান করে ক্যাম্পবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক।
আর ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাকানোর পর ১৫৪ বলে ৫৯ রান করে ওয়ারিক্যানের এলবিডব্লুর শিকার হন সাদমান। ভাল খেলতে থাকলেও মুশফিক ৩৮ রানে ওয়ারিকানের বলে স্লিপে কর্ণওয়েলের হাতে আউট হন।
তবে দিনের বাকি অংশটা সাকিব ও লিটন দারুণ খেলে ৪৯ রানের জুটি করে কাটিয়ে দেন। সাকিব ৪৯ আর লিটন ৩৪ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২৪২/৫ (৯০) প্রথম দিন শেষে।
সাদমান ৫৯ শান্ত ২৫, মমিনুল ২৬, মুশফিক ৩৮, সাকিব ৩৯*, লিটন ৩৪*।
ওয়ারিক্যান ৩/৫৮।
সূত্রঃ স্পোর্টসজোন২৪