তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আগামীকাল চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে বাংলাদেশ সময় সকাল ৯:৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে।
সর্বশেষ গত বছরের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তাই এক বছর আগের একাদশে আসতে পারে কিছু পরিবর্তন। বিশেষ করে একাদশে সাকিব আল হাসান ফেরায় নতুন করে ব্যাটিং অর্ডার সাজাতে হচ্ছে বিসিবিকে।
টপ অর্ডারের সাকিব-আল-হাসান ব্যাটিং করলে নিচের দিকে দেখা যেতে পারে নাজমুল হাসান শান্তকে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচের একাদশে ছিল একজন ফাস্ট বোলার। তবে আগামী কালকে একাদশে দেখা যেতে পারে তিনজন ফাস্ট বোলার।
আগামী কালকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, ইবাদত হোসেন/ হাসান মাহমুদ।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট