এবারের আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে পারেন সাকিব!

ক্রিকেট দুনিয়া February 2, 2021 2,742
এবারের আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে পারেন সাকিব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বিরাট কোহলির নেতৃত্বে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনই খবর দিয়েছে ভারতীয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রেকার।


১৮ ফেব্রুয়ারী চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য আইপিএলের ১৪ তম আসরের নিলামের তালিকায় থাকবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যেই ক্রিকেটে ফিরেছেন তিনি। নিষেধাজ্ঞার কারণে খেলেননি সবশেষ আইপিএলে। তাই নিলাম থেকে তাকে নেওয়ার সুযোগ থাকছে যেকোন ফ্র্যাঞ্চাইজির।


বিশ্বকাপের সাকিবের দুর্দান্ত পারফর্মের পরই আইপিএলে চওড়া মূল্যের আলোচনা শোনা যাচ্ছিল। কিন্তু পরে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার। তবে এবারও তাকে পেতে আগ্রহী বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে কোহলির ব্যাঙ্গালোরের। এমনই তথ্য দিচ্ছে ক্রিকট্রেকার।


আইপিএলে এখন পর্যন্ত কোন শিরোপার দেখা পায়নি কোহলির এই দল। প্রতিবার তারকা ক্রিকেটার থাকলেও কম্বিনেশনের কারণে খুব একটা ভাল করতে পারেনা ব্যাঙ্গালোর। টপ অর্ডারে কোহলি-এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটার থাকলেও মিডল অর্ডারে তাদের সমস্যা প্রায় সব আসরেই চোখে পড়েছে। আর সেকারণেই সাকিবকে নিতে পারে তারা।


সাকিবকে দলে নিলে এবি ডি ভিলিয়ার্স খেলবেন তিন নম্বরে। যেখানে এখন চারে খেলেন তিনি। অথচ তিন নম্বরে ডি ভিলিয়ার্সের গড় ৫০ এর বেশি। তাই সাকিবকে নিলে চারে খেলবেন তিনি। আর ডি ভিলিয়ার্স খেলবেন তিনে।


এছাড়াও চাহালের সাথে স্পিনেও সাকিব ভাল জুটি গড়তে পারবেন। সেকারণেি এবারের আইপিএলে সাকিবকে দলে নিতে পারে ব্যাঙ্গালোর। এমনটাই মনে করছে ক্রিকট্রেকার। - স্পোর্টসজোন২৪