ওয়ানডে সিরিজের পর টেস্টেও স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজ বধের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে কাজটা মনে হয় এতটা সহজ হবে না। ইটের বদলে পাটকেল হজমের বিষয়টি মাথায় রাখতে হবে স্বাগতিকদের।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে সে বার্তাই দিয়েছেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকান। তার মধ্যে হুমকি হয়ে দাঁড়াবে ১৪০ কেজি ও ৬ ফুট ৫ ইঞ্চির দীর্ঘদেহী কর্নওয়াল। প্রস্তুতি ম্যাচে ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই অফস্পিনার এমএ আজিজের নিষ্প্রাণ উইকেটেও বেশ ভালো টার্ন ও বাউন্স আদায় করে নিয়েছেন।
আর তাইতো তাকে নিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চান উইন্ডিজ অধিনায়ক অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তিনি গণমাধ্যমকে বলেন, রাহকিমের সামর্থ্য সম্পর্কে আমি ভালো করেই জানি। আমি জানতাম, সে সবসময়ই এখন মানসম্পন্ন অফ স্পিনার। এই কন্ডিশনে তাকে দেখতে পেয়ে ভালো লাগছে। আমি জানি, টেস্টগুলোতে সে ভালো করবে।
তিনি আরও বলেন, আমি অনেক খুশি। ছেলেরা দারুণ বল করেছে। ব্যাটসম্যানরাও ব্যাটিংয়ে সুযোগ পেয়েছে দুইবার। কেউ কেউ রানের দেখাও পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করতে পেরেছে স্পিনার-পেসাররা। সব মিলিয়ে আমি বেশ খুশি। - আমাদের সময়