করোনাভাইরাসের কারনে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। এমনকি ভারতেও আয়োজন করা যায়নি আসরটি। তবে টুর্নামেন্টের আসন্ন আসর নিজ দেশে আয়োজনে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এরই মধ্যে আইপিএল শুরুর সম্ভাব্য তারিখও ঠিক করেছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দেশের মাটিতেই আইপিএল আয়োজন করতে তৎপর বিসিসিআই। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার চিন্তাভাবনাও করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল বলেছেন, ‘ভারতেই আইপিএল আয়োজন করার ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা বিকল্প কিছু ভাবছি না। কোভিডের কথা যদি বলা হয় তাহলে বর্তমানে ভারতের পরিস্থিতি ভালো। সব নিয়ন্ত্রণে থাকলে ভারতেই হবে এবারের আইপিএল।’
তিনি আরো জানান, ১৪তম আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। সূচি চূড়ান্ত না হলেও এবারের আসরের ব্যাপ্তি হবে প্রায় দুই মাস। প্রতিযোগিতার নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের টুর্নামেন্টে মাঠে দর্শক প্রবেশের বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানান বোর্ডের কর্মকর্তারা।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ