টি-টেনে আজ মাঠে নামছে নাসির-আফিফ-মেহেদীর দল

ক্রিকেট দুনিয়া January 31, 2021 687
টি-টেনে আজ মাঠে নামছে নাসির-আফিফ-মেহেদীর দল

আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে আজ আবারো মাঠে নামছে ছয়টি দল। আজ দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা ৬ টায় ‌মুখোমুখি হবে নাসির হোসেনের দল পুনে ডেভিলস বনাম টিম আবুধাবি। আর দিনের দ্বিতীয় ম্যাচে আফিফ-মেহেদিদের দল বাংলা টাইগার্স মুখোমুখি হবে নর্দার্ন ওয়ারিয়র্সের। ম্যাচটি শুরু হবে রাত ৮:১৫ মিনিটে। ‌


এছাড়া দিনের তৃতীয় ম্যাচে রাত ১০:১৫ মিনিটে ডেকান গ্ল্যাডিয়েটরস মুখোমুখি হবে কালান্দার্সের। আসরে দুই ম্যাচে এক জয় পেয়েছে নাসিরের দল পুনে ডেভিলস। অন্যদিকে আফিফ-মেহেদিদের বাংলা টাইগার্সও দুই ম্যাচে এক জয় পেয়েছে। প্রতিটি খেলা সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও সনি সিক্সে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪