কোন উইকেট না পেয়েও ম্যাচ সেরার পুরষ্কার পেলেন বোলার

ক্রিকেট দুনিয়া January 31, 2021 1,865
কোন উইকেট না পেয়েও ম্যাচ সেরার পুরষ্কার পেলেন বোলার

সংযুক্ত আরব আমিরাতে চলছে আবুধাবি টি-টেন লিগ। শনিবার (৩০ জানুয়ারি) ম্যাচে বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকতের মারাঠা অ্যারাবিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স।


সে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলা টাইগার্সের আফগান ক্রিকেটার করিম জানাত। ওই ম্যাচে করিম জানাত কোনো উইকেট পাননি, ব্যাট করার সুযোগ পাননি, কাউকে রানআউট করেননি, এমনকি কোনো ক্যাচও ধরেননি। মূলত মিতব্যয়ী বোলিংয়ের জন্যই তার হাতে উঠেছে ম্যাচসেরার স্বীকৃতি।


টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০০ রান করে মারাঠা। মোহাম্মদ হাফিজ ৩০ বলে ৬১ ও আব্দুল শাকুর ৩০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। করিম জানাত ২ ওভারে মাত্র ১৩ রান দেন।


১০১ রানের টার্গেটে খেলতে নেমে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় বাংলা টাইগার্স। আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ৩১ ও জনসন চালর্স ১১ বলে ২৩ রান করেন। - স্পোর্টসজোন২৪