বিসিবির অপারেশন্স ম্যানেজার হচ্ছেন শাহরিয়ার নাফিস!

ক্রিকেট দুনিয়া January 31, 2021 846
বিসিবির অপারেশন্স ম্যানেজার হচ্ছেন শাহরিয়ার নাফিস!

এইতো কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাককে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই তালিকায় নাম ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক ওপেনার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের।


শেষ পর্যন্ত তাকেও বিসিবিতে দেখা যাচ্ছে। গুঞ্জন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে শাহরিয়ার নাফিস। অফিশিয়াল ভাবে বিসিবি এখনো কিছু না জানালেও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে শাহরিয়ার নাফিসকে ম্যানেজার হিসাবে নিয়োগের ব্যাপারে।


সবকিছু ঠিকঠাক থাকলে আজ নিয়োগপত্র হাতে পাওয়ার কথা রয়েছে শাহরিয়ার নাফিসের। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে অফিসিয়াল দায়বদ্ধ থাকবেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার।


মূলত ঘরোয়া ক্রিকেটের সিডিউলের সাথে আন্তর্জাতিক শিডিউলের সমন্বয় করা অপারেশন্স ম্যানেজারের প্রধান কাজ। তাছাড়াও দেশের ক্রিকেটারদের সুবিধা-অসুবিধা নিয়ে বোর্ডের প্রতিনিধিত্ব।


ঘরোয়া ক্রিকেটের সিডিউলের সাথে আন্তর্জাতিক শিডিউলের সমন্বয় করা অপারেশন্স ম্যানেজারের প্রধান কাজ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছেন ২২০১। টেস্ট খেলেছেন ২৪ টি। তবে ঘরোয়া ক্রিকেটে লীগে এখনো খেলছেন তিনি।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট