টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিকের, দেখে নিন বাকিদের অবস্থান

ক্রিকেট দুনিয়া January 31, 2021 811
টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিকের, দেখে নিন বাকিদের অবস্থান

সবশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহীমের। ইংল্যান্ডের জস বাটলার ও আফ্রিকার ডি কককে টপকে দুই ধাপ এগিয়ে ২০তম অবস্থানে আছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান। তার রেটিং পয়েন্ট ৬৫৪।


আইসিসি তাদের র‌্যাঙ্কিং হালনাগাদ করে শনিবার। মুশফিকের পর বাংলাদেশিদের মধ্যে আছেন তামিম ইকবাল। টাইগার ওপেনার আছেন ৫৯৭ পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে। তার পরই আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট হাতে আছেন ৫৭৬ পয়েন্ট নিয়ে ৩৪ নম্বরে।


টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের অবস্থান বদলায়নি। ৫৫৬ পয়েন্ট নিয়ে ৪১তম অবস্থানে আছেন তিনি। ব্যাটিংয়ে শীর্ষেই আছেন কেন উইলিয়ামসন। তার পরের দুই স্থানে স্টিভেন স্মিথ ও মারনাস ল্যাবুশেইন। চারে আছেন ভারতের বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলা জো রুট আছেন পাঁচে।


বোলারদের র‌্যাঙ্কিংয়ে টাইগারদের পরিবর্তন নেই। ২১-এ আছেন সাকিব। ২৬ নম্বরে তাইজুল। দুই ধাপ পরে মেহেদি মিরাজ।অলরাউন্ডারদের মধ্যে সাকিব চারেই আছেন। বেন স্টোকস, জেসন হোল্ডার ও রবিন্দ্র জাদেজার চেয়ে পিছিয়ে টাইগার অলরাউন্ডার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪