স্বদেশী বোলারদের পিটিয়ে বাংলা টাইগার্সকে জেতালেন আফিফ

ক্রিকেট দুনিয়া January 30, 2021 1,130
স্বদেশী বোলারদের পিটিয়ে বাংলা টাইগার্সকে জেতালেন আফিফ

টি-টেন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলা টাইগার্স। আজ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতের মারাঠা অ্যারাবিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে আফিফের দল।


আবু ধাবিতে টস হেরে আগে ব্যাটিং করতে নামে মোসাদ্দেকের মারাঠা। দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আব্দুল শাকুরের ব্যাটে বিনা উইকেটে ১০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে মারাঠা। কোন উইকেট না হারালেও রান খুব বেশি করতে পারেনি তারা। হাফিজ ৩০ বলে ৬১* রান করলেও আরেক ওপেনার আব্দুল শাকুর ৩০ বলে করেন মাত্র ৩৪ রান।


জবাবে ব্যাটিং করতে নেমে ঝড়ো সূচনা করেন বাংলা টাইগার্স অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। বোলিংয়ে এসে তৃতীয় ওভারে ওপেনার জনসন চার্লসকে ফেরান মুক্তার আলী। তবে এরপর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন সহ অধিনায়ক আফিফ।


১৬ বলে ৩১ রান করে সোহাগ গাজীর বলে ফেরেন ফ্লেচার। ১০ বলে ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে ২২ রান করে ফেরেন আফিফ। এতেই জয়ের ভিত পায় টাইগার্সরা। শেষ দিকে চিরাগ সুরির ৭ বলে ১৯ রানে ৬ উইকেট হাতে রেখেই ৮ ওভারে জয় তুলে বাংলা টাইগার্স।


মারাঠার হয়ে ১ টি করে উনি নেন সোহাগ গাজী ও মুক্তার আলী। ১ ওভারে ২০ রান দেন মোসাদ্দেক।


সংক্ষিপ্ত স্কোরঃ

মারাঠা অ্যারাবিয়ান্স ১০৩/০(১০ ওভার)

হাফিজ ৬১(৩০)*, শাকুর ৩৪(৩০)*


বাংলা টাইগার্স ১০৪/৪(৮ ওভার)

ফ্লেচার ৩১(১৬), আফিফ ২২(১০)

মুক্তার ১/১৩, সোহাগ গাজী ১/১৭।


সূত্রঃ স্পোর্টসজোন২৪