মাসের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে আইসিসি

ক্রিকেট দুনিয়া January 29, 2021 731
মাসের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে আইসিসি

ফুটবলের মতোই অভিনব উদ্যোগ নিলো আইসিসি। এবার থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে তারা। শুধু তাই নয়, সেই সকল ক্রিকেটারকে পুরস্কৃতও করা হবে। জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের জন্য ঘোষিত প্রাথমিক তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে আইসিসি।


সেই তালিকায় জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার। তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং টি নটরাজন। এছাড়াও দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট ও অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ।


ক্রিকেটের তিনটি ফরম্যাটের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসেই সেরা ক্রিকেটারদের বেছে নেওয়া হবে। মূলত ক্রিকেট অনুরাগীরাই থাকবেন বিচারকের ভূমিকায়। তারা অনলাইনে ভোট দিতে পারবেন নিজেদের পছন্দের ক্রিকেটারকে।


এছাড়া প্রাক্তন ক্রিকেটার, সাংবাদিক ও ব্রডকাস্টারদের মতামতও নেওয়া হবে। এরপর মাসের দ্বিতীয় সোমবার আইসিসির ডিজিটাল চ্যানেলে বিজয়ীর নাম প্রকাশ করা হবে। – বর্তমান / ইন্ডিয়ান এক্সপ্রেস