টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেলো

ক্রিকেট দুনিয়া January 29, 2021 521
টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১২০ রানের বড় জয় পেলেও একটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল, কারণ জয় পাওয়ার আগেই ইঞ্জুরি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন দলের সবচেয়ে বড় পারফর্মার সাকিব আল হাসান।


এরপর কয়েকদিন অনিশ্চয়তায় কাটলেও অবশেষে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে, গতকাল করানো স্ক্যান রিপোর্টে কোন জটিলতা ধরা পড়েনি সাকিবের। কুঁচকির চোট গুরুতর নয়, ২/১ দিনের মধ্যেই ফিরতে পারবেন অনুশীলনেও; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


বিসিবির চিকিৎসক মঞ্জুর গতকাল বলেন, “সাকিবের স্ক্য্যান রিপোর্ট পুরোপুরি ভালো। ব্যথা অনুভব করছেন না তিনি, কোনো সমস্যা নেই। ছোটখাটো কোনো জটিলতাও নেই, টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তাই শঙ্কা আপাতত নেই। সতর্কতার কারণে আরেকটু সময় নেওয়া হতে পারে। আশা করি, ২-৩ দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখতে পাবেন।”


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান সাকিব আল হাসান, পরের বলটি করার পর মাঠেই বসে পড়েন। ফিজিওর পর্যবেক্ষণের পর অস্বস্তি নিয়েই মাঠ ছাড়েন তিনি, এরপর প্রথমে ২৪ ও পরে আরও ২৪ ঘন্টা পর্যবেক্ষণের পর স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


গতকাল রাতে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরে শঙ্কার মেঘ কেটে যায়, স্বস্তি ফিরে বাংলাদেশ দলেও। কারণ টেস্টে বোলিং আক্রমণের মুল নেতাকে না পাওয়া গেলে সেটা হতো অনেক বড় ক্ষতির কারণ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় সেটার গুরুত্বও অনেক বেড়েছে।


৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ, ১১ ফেব্রুয়ারি হবে শেষ টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে জয় নিয়েই ফিরতে চায় বাংলাদেশ দল, ঢাকায় নিশ্চিত করতে চায় সিরিজও।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি