নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলো নাসিরের পুনে ডেভিলস

ক্রিকেট দুনিয়া January 28, 2021 1,293
নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলো নাসিরের পুনে ডেভিলস

টি টেন ক্রিকেট লিগের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে নাসির হোসেনের দল পুনে ডেভিলস। ডেকান গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে তার দল। দিনের দ্বিতীয় ম্যাচে পুনে ডেভিলসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ১০৪ রান সংগ্রহ করে ডেকান গ্ল্যাডিয়েটরস।


জবাবে কেনার লুইসের বিধ্বংসী ব্যাটিং এর চার বল হাতে রেখেই জয় তুলে নেয় পুনে ডেভিলস। এই দিন টসে হেরে বোলিং করতে নেমে শুরুতেই দুর্দান্ত করেন অধিনায়ক নাসির হোসেন।


ইনিংসের দ্বিতীয় ওভারে তুলে নেন দুটি উইকেট। দুই ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ এবং সুনীল নারায়ন-এর উইকেট তুলে নেন নাসির হোসেন। ১ রান করেন সুনিল নারায়ণ এবং ৮ রান করেন মোহাম্মদ শেহজাদ।


দলীয় ১৫ রানের মাথায় ২ রান করা অধিনায়ক কিরন পোলার্ডের উইকেট তুলে নেন মুনিস আনসারি। দাদন খেলতে থাকা প্রশান্ত গুপ্তকে দলীয় ৫৬ রানের মাথায় আউট করেন নাসির হোসেন। এছাড়াও ক্যামেরন ডেলপোর্ট ২৫ রান এবং আজম খান করেন ৩৭ রান। ২ ওভারে ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন নাসির হোসেন।


১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় রানের মাথায় ওপেনার টম কোহলার-ক্যাডমোর উইকেট হারায় পুনে। এর পরেই ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন চ্যাডউইক ওয়ালটন।


অন্য প্রান্ত থেকে একাই লড়াই করতে থাকেন কেনার লুইস। মূলত তার বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ম্যাচে জয়লাভ করে নাসির হোসেনের দল পুনে ডেভিলস। ২৮ বলে ৩ টিচার এবং ৬ টি ছক্কায় সাহায্যে ৫৭ রান করে অপরাজিত থাকেন কেনার লুইস।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট