আজ (২৮ জানুয়ারি) আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসরের পর্দা উঠছে। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বাংলা টাইগার্সের সহ অধিনায়কত্ব পেলেন বাংলাদেশী অলরাউন্ডার আফিফ হোসেন। এছাড়াও এই দলে আছেন মেহেদি হাসান।
আর এবারের আসরে অংশ নেবেন বাংলাদেশের ছয় ক্রিকেটার- মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মুক্তার আলী, সোহাগ গাজী, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান।
এদিকে নিজেরদের প্রথম ম্যাচে আফিফরা মাঠে নামছে বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে। ম্যাচটি বাংলাদেশে সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া সনি সিক্সসহ বিশ্বজুড়ে আরো ১১ টি টিভিতে দেখা যাবে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪