বিশ্বব্যাপী ক্রিকেট শুরু হলেও করোনা ভাইরাসের কারণে নিজেদের স্বাস্থ্য ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন উইন্ডিজদের ১০ তারকা ক্রিকেটার। যেখানে নাম ছিল দলটির অন্যতম তারকা ব্যাটসম্যান শাই হোপের।
কিন্তু অবাক করা খবর হলো, বাংলাদেশে না আসলেও নিজ দেশেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শাই হোপ। বার্বাডোজ ক্রিকেট এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।
উইন্ডিজদের ঘরোয়া টুর্নামেন্ট সুপার ফিফটি কাপে বার্বাডোসের হয়ে খেলার কথা ছিল শাই হোপের। যেকারণে টুর্নামেন্ট শুরুর আগে কোভিড-১৯ টেস্ট করানো হয়। কিন্তু সেই রিপোর্টে তার ফলাফল পজিটিভ এসেছে। তার ভাই কাইল হোপও করোনা পজিটিভ হয়েছেন।
করোনা পজিটিভ আসায় টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দুই ভাইয়ের। কেননা করোনা নেগেটিভ প্রমানিত হলে তবেই তারা বায়ো বাবলে দলের সাথে যোগ দিতে পারবেন। তার আগে থাকতে হচ্ছে আইসোলেশনে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হবে হবে ক্যারিবিয়ানদের সুপার ফিফটি কাপ। টুর্নামেন্টের পর্দা নামবে ২৭ ফেব্রুয়ারী।
সূত্রঃ স্পোর্টসজোন২৪