ওয়ানডে সিরিজ শেষে সেরা পাঁচ উইকেট শিকারীর তালিকা

ক্রিকেট দুনিয়া January 26, 2021 851
ওয়ানডে সিরিজ শেষে সেরা পাঁচ উইকেট শিকারীর তালিকা

পুরো সিরিজেই আনকোরা এই উইন্ডিজদের বিপক্ষে দাপট দেখিয়েছেন টাইগাররা। তাইতো ব্যাটে-বলে সেরা পাঁচ রান সংগ্রাহক ও উইকেটের তালিকাতেও টাইগারদের আধিপত্য। ব্যাটে-বলে কেবল একজন করে ক্যারিবিয়ান ক্রিকেটার আছেন সেরা পাঁচে।


সিরিজ শেষে একনজরে দেখে নেওয়া যাক সেরা পাঁচ উইকেট শিকারীর তালিকা-


১। মেহেদি হাসান মিরাজঃ

ম্যাচ ৩,ওভার ২৬.৪, মেডেন ৩, উইকেট ৭, সেরা বোলিং ৪/২৫, গড় ১০.২৮, ইকোনমি ২. ৭০,স্ট্রাইক রেট ২২.৮


২। সাকিব আল হাসানঃ

ম্যাচ ৩,ওভার ২২.১ , মেডেন ২ , উইকেট ৬ , সেরা বোলিং ৪/৮, গড় ৮.৩৩, ইকোনমি ২.২৫ ,স্ট্রাইক রেট ২২. ১।


৩। মোস্তাফিজুর রহমানঃ

ম্যাচ ৩,ওভার২০ , মেডেন ৩ , উইকেট ৬ , সেরা বোলিং ২/১৫, গড় ৯.৮৩, ইকোনমি ২.৯৫ ,স্ট্রাইক রেট ২০.০০।


৪। হাসান মাহমুদঃ

ম্যাচ ২,ওভার ১৫ , মেডেন ১ , উইকেট ৪ , সেরা বোলিং ৩/২৮, গড় ২০.৫০ , ইকোনমি ৫.৪৬ ,স্ট্রাইক রেট ২২.৫।


৫। আকিল হোসেনঃ

ম্যাচ ৩,ওভার ২৯ ২ , মিডেন ১ , উইকেট ৪ , সেরা বোলিং ৩/২৬, গড় ২৯.২৫ , ইকোনমি ৩. ৯৮ ,স্ট্রাইক রেট ৪৪.০।


সূত্রঃ স্পোর্টসজোন২৪