ক’রোনা বিরতি কাটিয়ে গত বছরই শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল টাইগারদের। কিন্তু নানা নাটকীয়তায় অবশেষে টাইগারদের সেই সফর বাতিল হয়। এবার বাতিল হওয়া সেই সফরে যেতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। আগামী এপ্রিলে হতে পারে সেই সফর।
এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু সেই সংখ্যাটা কমছে এই সফরে৷ তিন টেস্টের জায়গায় বাংলাদেশ খেলবে দুই টেস্ট। টেস্ট কমে যাওয়ায় সীমিত ওভারের ম্যাচ বাড়বে ব্যাপারটা এরকমও নয়। কেননা ঠাসা সূচির কারণে সেটি সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি বস।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের খেলা থাকার সুযোগ নেই। কারণ খুবই ঠাসা সূচি। আপনারা জানেন, আমাদের এখন যে শিডিউল… এতে টানা এত খেলবে কীভাবে? আমরা সেই চিন্তায় আছি। বিশেষ করে দেশের বাইরে অনেক খেলা আছে।’
করোনা পরিস্থিতির মধ্যেই গত বছরের অক্টোবরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত করে দুই দেশের বোর্ড, বাংলাদেশ দল সিরিজের জন্য প্রস্তুতিও শুরু করে দেয়। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিরিজটি, সে সময় বিসিবি ক্ষুব্ধ হলেও এবারের প্রস্তাব সাদরেই গ্রহণ করেছে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪