একসঙ্গে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টিম

ক্রিকেট দুনিয়া January 23, 2021 414
একসঙ্গে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টিম

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটো ওয়ানডে জিতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম দুটো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হলেও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩ জানুয়ারি,শনিবার ১২টার ফ্লাইটে উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরপর দুপুর পৌনে ১টায় বন্দর নগরীতে গিয়ে পৌঁছেছে দু’দল।


আগামী ২৫ জানুয়ারি, সোমবার চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দু’দল। যার মধ্যে একটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। টেস্ট দলের প্রাথমিক খেলোয়াড়রাও বর্তমানে চট্টগ্রাম অবস্থান করেছেন। - আমাদের সময়