বছরের প্রথম সিরিজ জয় করলো টাইগাররা

ক্রিকেট দুনিয়া January 22, 2021 602
বছরের প্রথম সিরিজ জয় করলো টাইগাররা

তামিম ইকবালের ৪৮ তম অর্ধশততে ১০০ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিজেদের করল বাংলাদেশ। টাইগারদের ক্রিকেটিয় অভিজ্ঞতার কাছে পাত্তাই পায়নি অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ।


১৪৯ রানে লক্ষ্যে খেলতে নেমে লিটন ২২, শান্ত ১৭, তামিম ৫০ রানে সাজ ঘরে ফিরলেও সাবিক আল হাসন ৪৩ ও রহিম ৮ রানে অপরাজিত থেকে জয়ের সাথে সিরিজ নিশ্চিত করে মাঠ ছাড়েন। ক্যারিবিয়দের পক্ষে আকিল হোসেন, জেসন মোহাম্মদ, রায়ন রেফার ১ টি করে উইকেট পায়।


এর আগে শুক্রবার সকালে টসে জিতে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ক্রিকেটিও মেধার সর্বোচ্চ প্রয়োগ করেও ওয়েস্ট ইন্ডিজের একজন ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। রোভম্যান পাওয়েল দলের পক্ষে ৪১ রানে সবার থেকে এগিয়ে ছিলেন।


মাঘের শীতেও টাইগারদের বোলিং সামলাতে ঘাম ঝরাতে হয়েছে অতিথিদের। শেষ ব্যাটসম্যান আকিল হোসেনকে সাথে নিয়ে পাওয়েল ২৭ রানের জুটিতে প্রথম ম্যাচের ১২২ রান অতিক্রম করে স্কোর কিছুটা সমৃদ্ধ করেন উইন্ডিজ।


মেহেদী হাসান মিরাজ ৪, সাকিব ২, মোস্তাফিজুর ২, ও হাসান মাহামুদ ১ টি উইকেট নিজেদের নামের পাশে যোগ করেন। দ্বিতীয় ম্যাচেও উইকেট তুলতে ব্যর্থ রুবেল হোসেন।


ক্যারিবিয়দের দলীয় ১০ রানে মোস্তাফিজুর প্রথম আঘাত হানে। উইকেট পতনের সেই মহামরি থেকে নিজেদের কোন ভ্যাকসিনেই রক্ষা করতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। কে কার আগে কি ভাবে সাজ ঘরে ফিরবে নিজেদের ভিতর ছিল সেই প্রতিযোগীতা।


৪৩.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে উইন্ডিজ সংরক্ষণ করেন ১৪৮ রান। আগামী ২৫ জানুয়ারি চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


সূত্রঃ আমাদের সময়