সিরিজ জয়ের পর বড় অঙ্কের পুরস্কার পাচ্ছেন রাহানেরা

ক্রিকেট দুনিয়া January 19, 2021 849
সিরিজ জয়ের পর বড় অঙ্কের পুরস্কার পাচ্ছেন রাহানেরা

ব্রিসবেন টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করা ভারতীয় দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গাঙুলি এক টুইট বার্তায় ভারতীয় দলকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পুরস্কারের কথা ঘোষণা করেন।


১৯ জানুয়ারি, মঙ্গলবার সৌরভ জানান, টিম ইন্ডিয়ার এই সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে তিনি এও জানান যে, বিসিসিআই ভারতীয় দলের জন্য ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করছে। যদিও সৌরভ এটা উল্লেখ করতে ভোলেননি যে, এই জয়ের মূল্য কোনও সংখ্যায় বাঁধা সম্ভব নয়।


সৌরভ টুইট করেন, ‘দুর্দান্ত একটি জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে একটা সিরিজ জিতে আসা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই ভারতীয় দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। এই সিরিজ জয়ের মূল্য সংখ্যায় বাঁধা সম্ভব নয়। সফরকারী দলের প্রত্যেক সদস্য দারুণ কাজ করেছে।’


আর্থিক পুরস্কারের কথা জানিয়ে টুইট করেছেন বিসিসিআই সচিব জয় শাহও। তিনি অসাধারণ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানান সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দু’টি টেস্ট সিরিজ জিতল ভারত। – আনন্দবাজার