এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ করা নিয়ে শঙ্কা!

ক্রিকেট দুনিয়া January 19, 2021 870
এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ করা নিয়ে শঙ্কা!

করোনা ভাইরাসের কারণে এক বছর পেছানো হয় এশিয়া কাপ। নতুন সূচী অনুযায়ী, চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়ার সর্বোচ্চ এই আসরটি। তবে সেখানে ভারতের খেলা অনিশ্চিত। ফলে এ টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।


এশিয়া কাপের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হবে আগামী জুনে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। যে দৌড়ে টিকে আছে ভারতও। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলে ক্লান্তি এড়ানোর জন্য এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে তারা।


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ‘এশিয়া কাপ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচী হয়তো একই। যদি ভারত ফাইনালে পৌঁছাতে না পারে তাহলে আমরা এশিয়া কাপকে প্রাধান্য দেব। যেহেতু এটা এখনো অনিশ্চিত তাই এনিয়ে কিছুই বলা যাচ্ছে না।’


টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন দ্বিতীয় স্থানে আছে ভারত। ঘরের মাটিতে আগামী ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিযোগিতায় নিজেদের শেষ সিরিজটি খেলবে তারা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪