করোনার কারণে আইসিসির নিয়ম অনুযায়ী স্থানীয় আম্পায়াররা সুযোগ পাচ্ছে হোম সিরিজে। সেই সুবাধে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ উপলক্ষ্যে সোমবার ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষনা করেছে বিসিবি।
হোমে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুলের। তার সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত,মাসুদুর রহমান মুকুল,গাজী সোহেলও তানভীর আহমেদ।
সাবেক জাতীয় ক্রিকেটার সৈকত ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই করবেন আম্পায়ারিং। প্রথম ম্যাচে তার পার্টনার হচ্ছেন মাসুদুর রহমান মুকুল,দ্বিতীয় ম্যাচে গাজী সোহেল, তৃতীয় ম্যাচে তানভির আহমেদ।
টিভি আম্পায়ার হিসেবে ২ ম্যাচ বরাদ্দ হয়েছে গাজী সোহেলের (১ম এবং তৃতীয়), মুকুল পাচ্ছেন এক ম্যাচ (২য়)। রিজার্ভ আম্পয়ার হিসেবে সর্বোচ্চ ২ ম্যাচ বরাদ্দ পেয়েছেন তানভির আহমেদ,১ ম্যাচ বরাদ্দ পেয়েছেন মুকুল। ওয়ানডে সিরিজের সব ম্যাচ অফিসিয়াল বাংলাদেশী হলেও ডিআরএস টেকনোলজির জন্য তিন টেকনিশিয়ান এসেছে বিদেশ থেকে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪