রেকর্ড রান তাড়া করে সিরিজ জিততে হবে ভারতকে

ক্রিকেট দুনিয়া January 18, 2021 859
রেকর্ড রান তাড়া করে সিরিজ জিততে হবে ভারতকে

মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও ব্রিসবেন টেস্টে ভারতের সামনে রেকর্ড রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিল অস্ট্রেলিয়া। গাব্বায় জিততে হলে ভারতকে ৩২৮ রান তাড়া করার রেকর্ড গড়তে হবে।



ব্রিসবেনে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার নামে। ১৯৫১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শেষ ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৩৬ রান তুলে ম্যাচ জিতেছিল। ভারত ব্রিসবেনে জয় তুলে নিলে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙবে।


ব্রিসবেন টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে অজি শিবির। জবাবে প্রথম ইনিংসে ৩৩৬ রান তোলে ভারত। ওয়াশিংটন সুন্দরের ৬২ ও শার্দুল ঠাকুরের ৬৭ রানের লড়াকু ইনিংস দেখে মুগ্ধ হয় ক্রিকেট বিশ্ব। ভারতের দুই অনভিজ্ঞ অল রাউন্ডারের মধ্যে ১২৩ রানের পার্টনারশিপ হয়। প্রথম ইনিংসে ৩৩ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া।


দ্বিতীয় ইনিংসে অজি ওপেনারদের মধ্যে ৮৯ রানের পার্টনারশিপ হয়। মরমুখী মেজাজে ৩৮ রান করে আউট হন মার্কাস হ্যারিস। আটটি চার আসে তাঁর ব্যাট থেকে। ২ রানের জন্য টেস্টে আরও একটি অর্ধশতরান হাতছাড়া হয় ডেভিড ওয়ার্নারের।


দুই ওপেনার আউট হওয়ার পর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের মধ্যে ৩২ রানের পার্টনারশিপ হয়। ২৫ রান করে সাজঘরে ফিরে যান মার্নাস। ৫৫ রানের লড়াকু ইনিংস খেলে মহম্মদ সিরাজের শিকার হন স্মিথ।


৯০ বলে ৩৭ রান করেন ক্যামেরন গ্রিন। ৩৭ বলে ২৭ রান করেন অধিনায়ক টিম পেইন। শেষ দিকে ২৮ রানের ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন প্যাট কামিন্স।


ভারতের হয়ে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট নেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। টেস্ট কেরিয়ার প্রথম পাঁচ উইকেট নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সদ্য বাবাকে হারানো ভারতীয় বোলার। ৪ উইকেট নেন পেসার শার্দুল ঠাকুরও। এক উইকেট নেন স্পিনার ওয়াশিংটন সুন্দর।



• সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া ৩৬৯/১০(লাবুশানে ১০৮, পেইন ৫০, নাটারজান ৩/৭৮) এবং ২৯৪/১০( স্মিথ ৫৫, ওয়ার্নার ৪৮, সিরাজ ৫/৭৩)


ভারত ৩৩৬/১০ (ঠাকুর ৬৭, সুন্দর ৬২, হ্যাজেলউড ৫/৫৭) এবং ৪/০।


সূত্রঃ স্পোর্টসজোন২৪