বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের পরিবর্তিত সময়সূচি

ক্রিকেট দুনিয়া January 11, 2021 1,525
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের পরিবর্তিত সময়সূচি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচিতে পরির্বতন হয়েছে। ম্যাচের দিন আগেরটা থাকলেও সময় এগিয়ে আনা হয়েছে। কুয়াশার জন্য খেলতে অসুবিধা হতে পারে তাই বদলে দেয়া হয়েছে সময়। পাশাপাশি সম্প্রচার প্রতিষ্ঠানের সুবিধায় দিবা-রাত্রীর ম্যাচগুলো দুপুর দুইটার বদলে শুরু হবে বেলা ১১টায়।


আগামী ২০ জানুয়ারি বসবে প্রথম ওয়ানডে। দুইদিন পর আবারও মুখোমুখি হবে দুই দল। ৫০ ওভারের ক্রিকেটের শেষ ম্যাচটি বসবে ২৫ জানুয়ারি। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে রাজধানী ঢাকায়। শেষ ওয়ানডে বসবে চট্টগ্রামে।


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সময়ের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। সম্প্রচার প্রতিষ্ঠান, টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সঙ্গে আলোচনা করার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’


• এক নজরে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের নতুন সূচি


ওয়ানডে সিরিজ


প্রথম ওয়ানডে

২০ জানুয়ারি, বুধবার

দুপর সাড়ে ১১টা, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ঢাকা।


দ্বিতীয় ওয়ানডে

২২ জানুয়ারি, শুক্রবার

দুপর সাড়ে ১১টা, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ঢাকা।


তৃতীয় ওয়ানডে

২৫ জানুয়ারি, সোমবার

দুপর সাড়ে ১১টা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।


টেস্ট সিরিজ

প্রথম টেস্ট

৩-৭ ফেব্রুয়ারি, বুধবার-রোববার

সকাল ১০টা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।


দ্বিতীয় টেস্ট

১১-১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার-সোমবার

সকাল ১০টা, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ঢাকা।


সূত্রঃ নিউজ২৪বিডি