মাঠেই আম্পায়ারকে অশ্রাব্য গালি দিলেন টিম পেইন!

ক্রিকেট দুনিয়া January 10, 2021 955
মাঠেই আম্পায়ারকে অশ্রাব্য গালি দিলেন টিম পেইন!

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট টিম পেইন মাঠেই গালাগালি করলেন আম্পায়ারকে! শনিবার সিডনি টেস্টের তৃতীয় দিন চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের সময় আম্পায়ারের একটি সিদ্ধান্ত বদলের পরই এই ঘটনা ঘটে।


ভারতের প্রথম ইনিংসে তখন ১৩ রানে ব্যাট করছিলেন পূজারা। এ সময় তার একটি এলবিডব্লিউয়ের আবেদনে অন ফিল্ড আম্পায়ার নট আউট দেন। সাথে সাথেই ডিআরএসের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক পেইন।


বল ব্যাটে লেগে প্যাডে লেগেছে, এরকম কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপরই মেজাজ হারান পেইন। সরাসরি অন ফিল্ড আম্পায়ারকে গিয়ে প্রশ্ন করেন, কেন এটা আউট হল না?


আম্পায়ার উইলসনের জবাব ছিল, ‘‌এটা চতুর্থ আম্পায়ারের সিদ্ধান্ত। আমি কিছু বলতে পারব না। ’ জবাবে সন্তুষ্ট না হয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করেন পেইন। তা স্টাম্পের মাইকে স্পষ্ট শোনা যায়। যদিও এখনই কোনো রিপোর্ট জমা দেননি আম্পায়াররা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪