কাল ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল

ক্রিকেট দুনিয়া January 9, 2021 1,166
কাল ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল

আগামীকাল ১০ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ক’রোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় ৯ মাস পর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।


আগামীকাল ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে এসে ১৮ জানুয়ারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।


এরপর ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। আর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।


ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ সামনে রেখে ২৮-৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪ দিনের প্রস্তুতি ম্যাচ।


৩-৭ ফেব্রুয়ারি সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪