একনজরে দেখে নিন পিএসএলের চূড়ান্ত সময়সূচি

ক্রিকেট দুনিয়া January 9, 2021 1,790
একনজরে দেখে নিন পিএসএলের চূড়ান্ত সময়সূচি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বছরের ২০ ফেব্রুয়ারী করাচিতে পর্দা উঠবে আসরটির। ৬ দল নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলে আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ মার্চ। প্রথম ম্যাচে ২০২০ এর চ্যাম্পিয়ন করাচি কিংসের মুখোমুখি হবে ২০১৯ এর চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটরস।


করোনা ভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয় মেনে এবারের আসরটি অনুষ্ঠিত হবে মাত্র দুইটি স্টেডিয়ামে। যে কারণে টুর্নামেন্টটিকে দুইভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম ভাগ করাচিতে, প্লে অফ এবং ফাইনাল সহ দ্বিতীয় ভাগ লাহোরে।



সূত্রঃ ক্রিকফ্রেন্জি