বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধারণা ছিল নাঃ পুরান

ক্রিকেট দুনিয়া January 7, 2021 2,104
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধারণা ছিল নাঃ পুরান

বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন উইন্ডিজের অধিকাংশ খেলোয়াড়। যাদের বেশিরভাগই তারকা। ১২ জন সদস্য না আসার কথা জানিয়েছেন। যাদের মধ্য থেকে ৯ জনই আসছেন না করোনার কারণে। এছাড়া ৩ জন আসছেন না ব্যক্তিগত কারণ দেখিয়ে।


সেই ব্যক্তিগত কারণ দেখিয়ে না আসার তালিকায় আছেন নিকোলাস পুরান। তবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলাদেশ সফরে না আসার কারণ জানিয়েছেন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন কোনো ব্যক্তিগত কারণ ছিল না।


বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে সঠিক ধারণা না থাকার কারণেই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। যদিও ক্যারিবিয়ান বোর্ডের দুই সদস্যের প্রতিনিধি দল সফর করে গেছেন এখানে এসে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে সবকিছু নিয়ে।


পুরান বলেন, ‘এমনটা নয় যে আমার বিরতি দরকার। মূলত বিষয়টা বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি। খেলোয়াড় হিসেবে আমি নিশ্চিত ছিলাম না সেখানের স্বাস্থ্য অবস্থা কিরকম। কিছুটা সংশয় ছিল। অন্যান্য খেলোয়াড়রা যেহেতু যাচ্ছে না, তাই আমি মনে করেছি যে ঝুঁকি নিয়ে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ক্রিকেট উইন্ডিজ বিষয়টি বুঝতে পেরেছে ও আমাদের সিদ্বান্তকে সম্মান করেছে।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস